News71.com
 Entertaintment
 08 May 17, 06:58 PM
 718           
 0
 08 May 17, 06:58 PM

চীনে সুপার স্টার আমির খানের দঙ্গল ব্যবসা করল ৭২ কোটি।।  

চীনে সুপার স্টার আমির খানের দঙ্গল ব্যবসা করল ৭২ কোটি।।   

বিনোদন ডেস্কঃ চীনে বরাবরই জনপ্রিয় বলিউড সুপার স্টার আমির খান। তাঁর পিকেই সে দেশে সবথেকে বেশি টাকার ব্যবসা করা ভারতীয় ফিল্ম। রাজকুমার হিরানির পিকে চীনে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। কিন্তু এবার দঙ্গল সম্ভাবত,পিকের রেকর্ড ভাঙতে চলেছে। আর সেটা খুব দ্রুতই। কারণ,রিলিজ করার মাত্র এক সপ্তাহের মধ্যেই চীনের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে দঙ্গল। গত শুক্রবার ছবি মুক্তির প্রথম দিনেই চীনে দঙ্গল ব্যবসা করেছিল ১৫ কোটি টাকার। আর এখন টাকার পরিমাণটা হয়ে গিয়েছে ৭২ কোটি।

চীনে,পিকে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল রিলিজ করার ১৬ দিনের মাথায়। তাই চিনের ফিল্ম বিশেষজ্ঞদের আশা,দঙ্গল আগামী দুয়েক দিনেই ভেঙে দিতে চলেছে পিকের রেকর্ড। প্রসঙ্গত,চিনের প্রায় ৪০ হাজার সিনেমা হলের মধ্যে ৭০০০ হলে দেখা যাচ্ছে দঙ্গল। তবে,চীনে দঙ্গলের নাম পাল্টে হয়েছে 'সুয়াই জিয়াও বাবা'। যার মানে হল,চলো বাবা কুস্তি লড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন