News71.com
 Entertaintment
 10 Apr 16, 08:39 AM
 1575           
 0
 10 Apr 16, 08:39 AM

মিস ইন্ডিয়া হলেন প্রিয়দর্শিনী চ্যাটার্জি ।।

মিস ইন্ডিয়া হলেন প্রিয়দর্শিনী চ্যাটার্জি ।।

নিউজ ডেস্কঃ ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৬’র সেরার মুকুট অর্জন করেছেন প্রিয়দর্শিনী চ্যাটার্জি। এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। গতকাল তারকা মুখরিত এক জমকালো অনুষ্ঠানে এ বিজয়ীর নাম ঘোষণা করেন বলিউড অভিনেতা শাহরুখ খান।

এবারের এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন সুশ্রুতি কৃষ্ণা আর দ্বিতীয় রানারআপ হয়েছেন পানকুড়ি গিড়ওয়ানি। বিচারকের দায়িত্ব পালন করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর, অভিনেত্রী ইয়ামি গৌতম, অ্যামি জ্যাকসন, গত বছরের মিস ওয়ার্ল্ড মিরেইয়া লালাগুনা, টেনিস তারকা সানিয়া মির্জা, পরিচালক একতা কাপুর, কবির খান, ডিজাইনার মনীষ মালহোত্রা ও শেন পিকক।

অনুষ্ঠানজুড়ে বলিউড তারকাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষত অভিনেতা বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, টাইগার শ্রফ, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ, র‌্যাপার বাদশার পরিবেশনা ছিল চোখ ধাঁধানো। চূড়ান্ত গাউন রাউন্ডে সুনিধি চৌহান তার জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় প্রতিযোগীরা ক্যাটওয়াক করেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক করণ জোহর ও অভিনেতা মনীষ পল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন