News71.com
 Entertaintment
 15 May 17, 05:15 PM
 884           
 0
 15 May 17, 05:15 PM

রাজনীতিতে যোগ দিলেও খারাপ লোকদের সঙ্গে নেব না।। দক্ষিণী অভিনেতা রজনীকান্ত  

রাজনীতিতে যোগ দিলেও খারাপ লোকদের সঙ্গে নেব না।। দক্ষিণী অভিনেতা রজনীকান্ত   

বিনোদন ডেস্কঃ রাজনীতিতে আসছেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। ‌তবে তার রাজনীতিতে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে আপাতত এই জল্পনাতেই উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ ভারত সহ গোটা দেশে। চেন্নাইয়ে আজ সোমবার প্রায় ৮ বছর বাদে নিজের ভক্তদের সঙ্গে দেখা করেছেন রজনীকান্ত। তাদের অনেক প্রশ্নের উত্তরও দেন তিনি । সেখানেই রজনীর রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গটি ওঠে। তিনি কি রাজনীতিতে আসবেন কিনা এমন‌ উত্তরে রজনীকান্ত বলেন,যদি আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবিও,তাহলেও খারাপ লোকদের সঙ্গে নেব না। তাদের দূরে রাখব। আর এই কথাতেই তার রাজনীতিতে আসা নিয়ে শুরু হয় জল্পনা।

এমনিতে বরাবরই রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছেন রজনীকান্ত। তবে ২১ বছর আগে ১৯৯৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বদলাবদলির ঐতিহ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল জয়ললিতার। কিন্তু রজনীর একটি মন্তব্য পাল্টে দিয়েছিল ভোটের ফলাফল। রজনী সেবার বলেছিলেন,জয়ললিতা ভোটে জিতে ক্ষমতায় এলে স্বয়ং ঈশ্বরও তামিলনাড়ুকে বাঁচাতে পারবে না।

এরপরই জনসমর্থন হারান জয়া। তার বহু পরে চলতি বছরের শুরুতে রজনী বলেছিলেন,আমি ক্ষমতা ভালবাসি। তখনও রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। বিধানসভা নির্বাচনের আগে রজনীকান্তের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেও রাজনীতিতে দেখা যায়নি রজনীকে। তবে এবার ছবিটা পাল্টায় কি না,সেটার দিকেই তাকিয়ে সকলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন