বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক বাপ্পারাজকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে দুঃখপ্রকাশ করার জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। নাহলে তাঁর সদস্যপদ বাতিল করা হবে। সম্প্রতি কালের কণ্ঠে একটি সাক্ষাৎকারে বাপ্পারাজ পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন' করেছেন বলে জানানো হয়েছে। গত রবিবার সমিতির মহাসচিব বদিউল আলমের স্বাক্ষর করা এই চিঠি বাপ্পারাজের গুলশানের বাসায় পাঠানো হয়। এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন,পরিচালক সমিতি নিয়ে যা বলেছি,তা নিয়ে দুঃখ প্রকাশ করতে যাবো না। আমি যা বলার তাই বলেছি। আমার সদস্যপদ বাতিল করলে কোনোকিছু যায় আসে না। সদস্য হওয়ার সময় ৫০,০০০ টাকা আমি দিয়েছিলাম, তা ফেরত দিয়ে দিক।
বাপ্পারাজ আরো বলেন,আমি স্বাধীন দেশের নাগরিক,আমি স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করবো। আমার কাজ দেখবে সেন্সরবোর্ড। তারা অ্যাপ্রুভাল দিলে ছবি মুক্তি পাবে। আমার তো কোনো সমিতির কাছে অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন নেই। আমার কাজ দেখার,কাজের মান দেখার লোক আছে। কোনো সমিতির লোকের দেখার দরকার নেই। বাপ্পারাজ আমাদের প্রতিনিধিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেছিলেন,যদি ফিল্মের উন্নয়ন হয় কারও দ্বারা,সেটা পরিচালক সমিতির দ্বারা সম্ভব। পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে। বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূর নিয়ে যেতে পারে। বুস্টিং,প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের এখতিয়ারে রয়েছে। অথচ তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পেছনে লাগছে। তারা কোনো কাজের কাজ করছে না।
গত ২৭ এপ্রিল ওই সাক্ষাৎকার প্রকাশিত হলেও গত রবিবার ১৪ মে বাপ্পারাজকে আইনি নোটিশ প্রেরণ করা হয়। এর আগে অভিনেতা শাকিব খান,অভিনেত্রী মাহিয়া মাহিকে আইনি নোটিশ দেয় পরিচালক সমিতি। নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালক সমিতির সদস্যপদ বাতিল করে পরিচালক সমিতি। এদিকে বাপ্পারাজ আগামী রোজার ঈদের পর নতুন একটি চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।