নিউজ ডেস্ক : অনুষ্ঠিতে হল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিই ফিল্ম ক্লাবের আয়োজনে ১ দিন ব্যাপী সিই ফিল্ম ফেষ্টিভ্যাল। গত বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন নাইন এন্ড হাফ (ড্রামা) টিমের সকল টিম মেম্বার। তাদের মধ্যে জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশের ১ম ইউটিউবার সালমান মোহাম্মদ মোক্তাদির, ম্যাঙ্গো স্কয়াড এর লিডার শামিম হাসান সরকার, ইশিকা খান, তামিম মৃধা, সিয়াম নাসির, শান্তা জাহান, ফারহান জোভান সহ অনেকেই। স্যারদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফুল হাসানাত, রিদওয়ান স্যার সহ অনেকেই। অনুষ্ঠানে মোট ৯টি ফিল্মের প্রদর্শনী ছিল। ফিল্মগুলো ছিল যথাক্রমে ১. অন্তরালে, ২. সিকিউরিটি, ৩. সততা ও আন্তসচেতনতা, ৪. ইমপ্যাক্ট, ৫. চেঞ্জ দ্যা কনটেন্ড, ৬. রিগ্রেট, ৭. স্পর্শহীন বৃত্ত, ৮. বাদামী যখন কালো, ৯. ২ লাইফ।
প্রদর্শনী শেষে অতিথিদের এবং শিক্ষকদের জাজ এর মাধ্যমে বেষ্ট ডিরেক্টর, বেষ্ট অভিনেতা, বেষ্ট এডিটর এর অ্যাওয়ার্ড দেয়া হয়। বেষ্ট ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পায় ২ লাইফ এর ডিরেক্টর কায়সার আনাম শাওন, বেষ্ট অভিনেত্রী হিসেবে পায় অন্তরালের মালিহা তাবাস্মুম ও বেষ্ট এডিটর হিসেবে অ্যাওয়ার্ড পান রাশেদ কবির সৌমিক।
সবশেষে টিম নাইন এন্ড হাফ টিমকে ক্রেষ্ট তুলে দেন, সিই ফিল্ম ক্লাবের এডভাইজার মোঃ আরিফুল হাসনাত ও রিদওয়ান সার এর সাথে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট- বাপ্পী হোসেন, ভাইস প্রেসিডেন্ট-সাফায়েত হোসেন ও রাশেদ কবির সৌমিক এবং ডেপুটি এ্যাডভাইজার-মাহিউল হোসেন বাপ্পী।আয়োজনের মিডিয়া পার্টনার ছিলেন হিসেবে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল www.news71.com