News71.com
 Entertaintment
 27 May 17, 09:55 PM
 750           
 0
 27 May 17, 09:55 PM

শচীন: আ বিলিয়ন ড্রিমস’প্রথম দিনই শুরু করল ৮ কোটি ৪০ লাখ রুপি দিয়ে।।  

শচীন: আ বিলিয়ন ড্রিমস’প্রথম দিনই শুরু করল ৮ কোটি ৪০ লাখ রুপি দিয়ে।।   

বিনোদন ডেস্কঃ জ্বর এখনো শেষ হয়নি। তার আগেই ‘বাহুবলী’ আস্তানায় হানা দিয়েছেন ‘ক্রিকেট বাহুবলী’ শচীন টেন্ডুলকার। নিজের জীবনীভিত্তিক ছবি ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ প্রথম দিনই শুরু করল ৮ কোটি ৪০ লাখ রুপি দিয়ে। ক্রিকেটের জীবন্ত এ কিংবদন্তিকে নিয়ে ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে,এ অনুমান আগেই ছিল। কারণ,একদিকে শচীন টেন্ডুলকারের জীবনীভিত্তিক ছবি,অন্যদিকে নিজেই নিজের ছবিতে অভিনয় করেছেন। এ দুটোই ছবিটির প্রথম দিনে ঝড় তোলার অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। এ ছাড়া মাঠে শচীনের খেলা যাঁরা দেখেছেন,তাঁদের কিছু নস্টালজিক হওয়ারও সুযোগও বটে। ভারতে শচীন টেন্ডুলকারই প্রথম,যিনি নিজের জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করেছেন।

ভারতজুড়ে ২ হাজার ৪০০ সিনেমা হলে এবং ভারতের বাইরে ৪০০ সিনেমা হলে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। বক্স অফিস বিশ্লেষকদের মতে গতকাল শুক্রবার কর্মব্যস্ত দিনেও বেশ ভালো শুরু করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস এরসকিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন