বিনোদন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে খেলোয়াড়ের জীবনী নিয়ে প্রথম বায়োপিক 'শচীন: আ বিলিয়ন ড্রিমস। জানা গেছে,ছবির জন্য ৪০ কোটি রুপি নিয়েছিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তবে এ নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ দাবি করেছেন,শচীনের পারিশ্রমিকের অঙ্কটা ৩৫-৩৮ কোটি রুপির মধ্যে।
যাই হোক,অঙ্কটা ৩৫ কোটি রুপির বেশিই- এতে সবাই একমত। বলিউডের সুপারস্টার অভিনেতারাও এত পারিশ্রমিক পান না। হিন্দি,মারাঠি,তামিল,তেলুগু এবং ইংরাজি,এই পাঁচটি ভাষায় গত ২৬ মে মুক্তি পেয়েছে 'শচীন: আ বিলিয়ন ড্রিমস।
জেমস এরস্কিনের নির্মিত ছবিটি প্রথমদিন থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। পারিশ্রমিক হিসেবে শচীনকে বড় অঙ্কের অর্থ দিলেও তাই অখুশি নন ছবির প্রযোজক রবি ভাগচন্দানি। তার আশা,এই বায়োপিক গোটা বিশ্বে মোটা অঙ্কের ব্যবসা করবে।