বিনোদন ডেস্কঃ ২০১১ সালে অতিভৌতিক কাহিনী নিয়ে শুরু হয়েছিল রাগিনি এমএমএস-এর যাত্রা। পর্দায় এই অদ্ভূত রসায়ন ফুটিয়ে তুলেছিলেন রাজকুমার রাও এবং ক্যায়নাজ মোটিভালা। আনকোরা জুটি থাকা সত্ত্বেও বক্স অফিসে হিট তকমা জুটিয়ে নিয়েছিল প্রযোজক একতা কাপুরের সেই ছবি। এর সাফল্যের পর ২০১৪ সালে মুক্তি পায় রাগিনি এমএমএস-২। ছবিটির অন্যতম আকর্ষণ ছিলেন সানি লিওন। সঙ্গে সাহিল প্রেম ও প্রবীন দাবাসের মতো অভিনেতারা থাকলেও সানির টানেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন দর্শকরা। তাই ‘রাগিনি’র দ্বিতীয় সাফল্যও বেশ সুখকর ছিল প্রযোজক একতার কাছে।
তাই নিজের এই জনপ্রিয় ভেঞ্চারকেই এবার ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে নিয়ে আসছেন প্রযোজক। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? প্রশ্নের উত্তরে প্রযোজকের যুক্তি হল,পর্দা বড় হোক বা ছোট তাতে অনেক বাধ্যবাধকতা থাকে। এমন অনেক কাহিনি থাকে যা সব বয়সের দর্শকদের বলা যায় না। ছোটপর্দার দর্শকরা বাড়িতে দেখতে অস্বস্তি বোধ করেন। আর বড়পর্দায় সিবিএফসির খবরদারিতে অর্ধেক দৃশ্য বাদই দিয়ে দিতে হয়। সে কারণেই ‘রাগিনি এমএমএস’কে এবার তার ওয়েব চ্যানেল ‘অল্ট বালাজি’র মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে চান তিনি।
তবে সূত্রে জানা গেছে,নতুন এই ওয়েব সিরিজে সানি লিওনের সৌন্দর্য থেকে বঞ্চিত হতে পারেন দর্শকরা। সানির বদলে নাকি এক বঙ্গ-সুন্দরীকে মনে ধরেছে একতা কাপুরের। আর তিনি হলেন রিয়া সেন। জানা গেছে,রিয়াকেই ওয়েব সিরিজের নায়িকা হিসেবে বেছেছেন প্রযোজক। কথাবার্তা পাকা হয়ে গেলেই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ।