News71.com
 Entertaintment
 12 Apr 16, 11:23 AM
 2712           
 0
 12 Apr 16, 11:23 AM

সুলতান মুভির ট্রেলারে নেংটি পরা সালমান খান ।।

সুলতান মুভির ট্রেলারে নেংটি পরা সালমান খান ।।

নিউজ ডেস্কঃ মুক্তি পেয়েছে সালমান খানের 'সুলতান' ছবির ট্রেলার। ভক্তদের চমকে দিয়ে ট্রেলারে নেংটি পরা কুস্তিগীরের চরিত্রে দেখা গেছে দাবাং হিরোকে। ঈদে মুক্তি পাবে ‘সুলতান’।

অনেকদিন ধরেই সুলতান সিনেমা নিয়ে চর্চা চলছিল ফ্যানদের মধ্যে। কীভাবে নতুন ছবিতে হাজির হচ্ছেন চিরকুমার সালমান- এ প্রশ্ন ছিল সবার মধ্যে। মুক্তি পাওয়া ট্রেলারে ভক্তদের সেই প্রশ্নের জবাব অনেকটাই মিলে গেছে ।

প্রথমে ছবি অফিশিয়াল পোস্টার, তার কয়েক ঘণ্টা পরেই সালমান-আনুষ্কা অভিনীত 'সুলতান'-এর প্রথম অফিশিয়াল ট্রেলার রিলিজ হল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন