News71.com
 Entertaintment
 09 Jun 17, 12:32 PM
 811           
 0
 09 Jun 17, 12:32 PM

হাসপাতালে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।।    

হাসপাতালে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।।      

বিনোদন ডেস্কঃ আজ শুক্রবার ওমরা হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতায় সব ওলট-পালট হয়ে গেল। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন তিনি। বিকেলে ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠজন ও নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গতকাল বৃহস্পতিবার দিনভর শরীরে জ্বর অনুভব করেন ইলিয়াস কাঞ্চন। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে প্রথমদিকে হাসপাতালে ইলিয়াস কাঞ্চন ভর্তি হবেন না বলে জানিয়েছিলেন রিয়াজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন