News71.com
 Entertaintment
 12 Jun 17, 02:51 PM
 891           
 0
 12 Jun 17, 02:51 PM

থ্রি ডি'ভার্সনে রূপালী পর্দায় ফিরে আসছে সঞ্জয় লীলা বানসালির দেবদাস।।  

থ্রি ডি'ভার্সনে রূপালী পর্দায় ফিরে আসছে সঞ্জয় লীলা বানসালির দেবদাস।।   

বিনোদন ডেস্কঃ দেবদাস’ ছবিটির কথা উঠলেই মনে পড়ে যায় শাহরুখ খানকে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবিতে অভিনয় করেছিলে ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত,শাহরুখ খানসহ অনেকেই। ২০০২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি৷ আর তারপরই বক্স অফিসে ঝড় ওঠে৷ বহু অ্যাওয়ার্ডও পেয়েছিল ছবিটি। সেই পুরনো দেবদাস ফিরে আসছে নতুন রুপে। দেবদাস টিম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রি ডি' ভার্সন নিয়ে দেবদাস আসবে খুব শীঘ্রই। দেবদাসের সাফল্য দেখে দেবদাসের টিম ঠিক করেছে তারা আবারও দর্শকদের মাঝে পুরনো দেবদাসকে ফিরিয়ে আনবে।

টিমের তরফে জানানো হয়েছে,বিদেশের সব সুপার হিরোর ছবিই 'থ্রি ডি' ভার্সনে তৈরি হয়। সেক্ষেত্রে এই ছবি যা একসময়ের ব্লকব্লাস্টার হিট, সে ছবির জন্য এখনও মানুষদের মনে দেবদাসের জন্য একটা আলাদা জায়গা রয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় ইন্টারন্যাশনাল 'থ্রি ডি' মার্কেটে ‘দেবদাস’ খুবই সাফল্য পাবে৷ খুব শীঘ্রই ছবিটি নিয়ে কাজ শুরু করতে চলেছে এই টিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন