বিনোদন ডেস্কঃ একের পর এক ছবির ফ্লপে বিপর্যস্ত বাংলা (কলকাতা) ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য মিডিয়ার কাছে আকুতি জানিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এক সাক্ষাৎকারে এমনই আবেদন জানিয়েছেন তিনি। তার দাবি,মিডিয়া বাণিজ্যিক ছবিকে উৎসাহ দেয় না। এক প্রশ্নের জবাবে চিরঞ্জিত বলেন,তাদের (মিডিয়া) তৈরি করা বিভেদের জন্য সিনেমাটা মরে যাচ্ছে। তবে আরও খারাপ হচ্ছে ভবিষ্যতের জন্য। কমার্শিয়াল ছবি সম্পর্কে শিক্ষিত সমাজের একটা নেগেটিভ মনোভাব আছে। ধরুন,একটি ছেলে যে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে,ফিল্ম বানাতে চায়,সে এই কমার্শিয়াল গ্রুপটায় ঢুকতে চাইবে না। চাইবে একটা ছবি বানাতে আসা যাওয়ার মাঝে... ইত্যাদি-ইত্যাদি। সেই ছবি জনগণের জন্য নয়,একমাত্র কাগজই তার প্রশংসা করে এবং ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। সে ছবি কিন্তু চলে না। তাই আমাদের তখন সরকারকে বলতে হয়,বাধ্যতামূলকভাবে বাংলা ছবি দেখানোর ব্যবস্থা করুন। ছবিটা বিক্রি হচ্ছে না বলে বলতে হয়। সালমান খানকে এটা বলতে হয় না।
তিনি আরও বলেন,গত বছর একশো কোটি টাকা লস হয়েছে ইন্ডাস্ট্রির। এখন কমার্শিয়াল ছবিও প্রযোজক পাচ্ছে না। হিরোরা ছবি বানাচ্ছে। এখানে রাজ চক্রবর্তীকে (চলচ্চিত্র পরিচালক) ভাল ছবি বানাতে বললে মুশকিল,মানে যা দশে আট পাবে। ওর ভাত বন্ধ হয়ে যাবে। সেটা বানানোর চেষ্টাও করেছে সে,কিন্তু চলেনি। জিৎ,দেবও চেষ্টা করেছে,পারেনি।