News71.com
 Entertaintment
 14 Jun 17, 11:51 AM
 883           
 0
 14 Jun 17, 11:51 AM

ছোট্ট শিশু রাজন হত্যাকাণ্ড’এবার টিভিপর্দায়।।

ছোট্ট শিশু রাজন হত্যাকাণ্ড’এবার টিভিপর্দায়।।

 

বিনোদন ডেস্কঃ চুরির অপবাদে ছোট্ট শিশু রাজনকে পিটিয়ে হত্যা,আবার সেই দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মতো লোমহর্ষক ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছিল। ফাঁসির দণ্ড হয় ওইসব অপরাধীর। বাস্তবের সেই ঘটনা এবার উঠে এসেছে টেলিভিশনের পর্দায়। লেডি গোয়েন্দা ধারাবাহিকের এবারের গল্প দেশব্যাপী তুমুল আলোচিত শিশু ‘রাজন হত্যাকাণ্ড।

সত্য ঘটনা নিয়ে নির্মিত বৈশাখী টেলিভিশনের গোয়েন্দা-ভিত্তিক ধারাবাহিক লেডি গোয়েন্দা। একেকটি কাহিনী শেষ হয় তিন পর্বে। রাজন হত্যাকাণ্ডের পুরো কাহিনী তুলে আনা হয়েছে নাটকের গল্পে। এই গল্পের প্রথম পর্ব প্রচারিত হয়েছে গতকাল ১৩ জুন রাতে। দ্বিতীয় ও শেষ পর্ব প্রচারিত হবে যথারীতি আজ বুধ ও বৃহস্পতিবার। টিপু আলমের মূল ভাবনায় লেডি গোয়েন্দা পরিচালনা করছেন ডি এ তায়েব। পর্ব পরিচালনা করছেন জি এম সৈকত। লেডি গোয়েন্দা নাটকে অভিনয় করছেন মিমো,আজিজুল হাকিম,হোমায়রা হিমু,চৈতি,তুষার মাহমুদসহ আরও অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন