নিউজ ডেস্কঃ বিয়ের ৯ বছর পূর্ণ হতে যাচ্ছে ঐশ্বরিয়া-অভিষেকের। আগামী ২০শে এপ্রিল নবম বিবাহবার্ষিকী পালন করবেন এ বলিউড দম্পতি। দীর্ঘ ৯ বছরে ভালোবাসার ক্ষেত্রে একটুও ঘাটতি দেখা যায়নি তাদের মধ্যে। সম্প্রতি টুইটারে এমন তথ্যই জানালেন অভিষেক বচ্চন। যতই দিন যাচ্ছে তাদের মধ্যে ভালোবাসা নাকি আরও গভীর হচ্ছে। টুইটারে অভিষেকের অনুসারীর সংখ্যা ৯০ লাখ। অনেকেই ঐশ্বরিয়ার গুণ সম্পর্কে অভিষেককে প্রশ্ন করেন। তাদের উত্তরে বচ্চনপুত্র বলেন, আমার মনে হয়, ও পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর অসাধারণ একজন নারী। ও (ঐশ্বরিয়া রাই বচ্চন) আমাকে শর্তহীনভাবে ভালোবাসে।
ঐশ্বরিয়াও স্বামীর প্রশংসার জবাবে বলেন, ‘অভিও খুব ভালো একজন মানুষ। আমরা সবসময় বন্ধুর মতো সবকিছু শেয়ার করি। বিবাহিত জীবনকে সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর করে তোলার এটাই একমাত্র কারণ।
২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া ও অভিষেক। এর পাঁচ বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য বচ্চন। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই আছেন ঐশ্বরিয়া। এ মুহূর্তে করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী ।