News71.com
 Entertaintment
 22 Jun 17, 07:44 PM
 767           
 0
 22 Jun 17, 07:44 PM

মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদকে গ্রেফতারের প্রতিবাদে আগামী রবিবার থেকে সিনেমা হল বন্ধ ঘোষণা।।

মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদকে গ্রেফতারের প্রতিবাদে আগামী রবিবার থেকে সিনেমা হল বন্ধ ঘোষণা।।

 

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ লাঞ্ছিতের ঘটনায় আগামী রবিবার থেকে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। রবিবার পূর্বেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়। শনিবারের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে রবিবার থেকে দেশব্যাপী সব সিনেমা হল বন্ধ থাকবে বলে ঘোষণা চলচ্চিত্র প্রদর্শক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তা জানানো হয়। সংবাদ সম্মেলন আয়োজন করে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রশীদ,সেন্সর বোর্ড সদস্য সাংবাদিক শাবান মাহমুদ,অভিনেতা নাদের চৌধুরী প্রমুখ।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রশীদ বলেন,রোজার মাসে হল এমনিতেই বন্ধ থাকে। তাই আমাদের নেতার ওপর হামলার সঠিক বিচার না হলে ঈদের আগের দিন,আগামী রোববার থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আসছে ঈদে কোনো ছবি চলবে কি না সে বিষয়ে প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। সংবাদ সম্মেলনের পর ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে সেন্সরবোর্ডের সামনে চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন নওশাদ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন