News71.com
 Entertaintment
 14 Apr 16, 07:22 AM
 1548           
 0
 14 Apr 16, 07:22 AM

ম্যানস ওয়াইল্ড ম্যাগাজিনের কাভারে পরিণীতি

ম্যানস ওয়াইল্ড ম্যাগাজিনের কাভারে পরিণীতি

নিউজ ডেস্কঃ নিউ লুকে চমক রয়েছে পরিণীতি চোপড়া সেটা মানতেই হবে। 'লেডিস ভার্সেস রিকি বহেল' মুভির পরিণীতির সাথে বর্তমানের পরিণীতির অমিলটা চট করেই ধরা পড়ে। এক কথায় বলা চলে, তিনি এখন বলিউডের হটেস্ট নায়িকাদের একজন।

ফ্যাশন কনসার্ন পরিণীতি চোপড়া রিতিমত বুঝতে পেরেছেন বলিউডে টিকে থাকতে হলে স্লিম হতেই হবে। তাই ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে, খাওয়া দাওয়া সংযত করে কার্ভি ফিগার থেকে তিনি এখন একেবারে জিরো ফিগারে। একের পর এক হটেস্ট ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। নামীদামী ম্যাগাজিনগুলোও তার তাক লাগানো ছবি কাভারে চাইছে।

সম্প্রতি 'ম্যানস ওয়াইল্ড ম্যাগাজিনের' এপ্রিল সংখ্যার জন্য ফটোশ্যট করলেন পরিণীতি। পরিণীতির ভক্তরা সাদা রঙের পোশাক পরিহিত তার সেই হটেস্ট ছবি শেয়ার করলেন ট্যুইটারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন