News71.com
 Entertaintment
 15 Jul 17, 10:08 AM
 870           
 0
 15 Jul 17, 10:08 AM

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আয়নাবাজি।।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আয়নাবাজি।।

 

বিনোদন ডেস্কঃ অমিতাভ রেজা চৌধুরী নির্মিত 'আয়নাবাজি' ছবিটি এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আগামী আগস্টের ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে ভারতীয় চলচ্চিত্র উৎসব। এতে আরও প্রদর্শিত হবে পাকিস্তানের ছবি 'রহম' ভুটানের 'থিম্পু'নেপালের হোয়াইট সান'এবং শ্রীলঙ্কার উ'ইথার্ড লিফ'ভারতের দঙ্গল'অ্যায় দিল হ্যায় মুশকিল'লিপস্টিক আন্ডার মাই বুরকা'ও 'পুর্ণা'সহ বেশ কয়েকটি ছবি। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও থাকছে সম্মাননা প্রদান,নৃত্য প্রতিযোগিতা এবং মাস্টারক্লাস। এতে কথা বলবেন করণ জোহর, সুজিত সরকার, নিতেশ তিওয়ারি ও শবু ইয়ারালাগাড়া। মাস্টারক্লাস সঞ্চালনা করবেন বিক্রম ফ্যান্ডিশ,তরণ আদর্শ এবং রাজীব মাসান্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন