News71.com
 Entertaintment
 21 Jul 17, 07:40 AM
 1210           
 0
 21 Jul 17, 07:40 AM

অভিনেত্রী সানি লিওন এবার মা হলেন

অভিনেত্রী সানি লিওন এবার মা হলেন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সানি লিওন এবার মা হলেন। তিনি এবং তার স্বামী ড্যানিয়েল উইবের মহারাষ্ট্রের লাতুর থেকে একটি দু’বছরের শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। শিশুটির নাম নিশা। ড্যানিয়েল জানিয়েছেন, সানির তুমুল ব্যস্ততার কারণেই তাদের পক্ষে একটি বাচ্চার পরিকল্পনা করা কঠিন হয়ে যাচ্ছিল। তাই তারা শিশু দত্তক নেয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বলেছেন, আমাদের জীবন সব সময়ই খুব অদ্ভুত। আমাদের জীবনে কোনো নয় মাস নেই। গত দু’বছরে অনেক কাগজপত্র ঘাটতে হয়েছে। এর পর আচমকাই একদিন। ই-মেইল পেলাম, একটি বাচ্চার সঙ্গে আমাদের ম্যাচিং হয়েছে। সানি লিওন জানিয়ে দিয়েছেন, তাদের কাছে এটা আদৌ গুরুত্বপূর্ণ ছিল না, যে সন্তানকে বায়োলজিক্যাল হতেই হবে। তিনি বলেন, আমি সবার কথা বলতে পারব না, কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই নয় যে, সন্তান বায়োলজিক্যাল কি না। শিশুটির নাম প্রথম থেকেই ছিল নিশা। সেই নামই অপরিবর্তিত রাখা হয়েছে। নিজের সন্তানকে নিয়ে আবেগ চেপে রাখেননি সানি। জানিয়েছেন, ও খুব মিষ্টি। যখন তাকায় আর হাসে হৃদয় যেন গলে যায়। আমি চাই ও বড় হয়ে স্বাধীন মানুষ হোক। নিজের মতো করে জীবনটা কাটাক। আপাতত পরিবারের নতুন সদস্যকে নিয়ে আবেগে ভাসছেন সানি ও তার স্বামী। এদিন সানিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শার্লিন চোপড়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন