বিনোদন ডেস্ক : বিশ্ববিখ্যাত রক ব্যান্ড লিনকিন পার্কের অন্যতম গায়ক চেস্টার বেনিংটনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। গতকাল সকাল ৯টায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পালোস ভার্ডেস এস্টেটস বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। লিনকিন পার্কের আরেক সদস্য মাইক শিনোডা টুইটারে বেনিংটনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, এটা বড় একটা ধাক্কা, হৃদয়টা ভেঙে গেছে। কিন্তু এটাই সত্যি। শিগগিরই অফিসিয়াল বক্তব্য দেবো আমরা। এদিকে চেস্টার বেনিংটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে বিশ্বসংগীতে। তাকে শ্রদ্ধা জানাচ্ছেন জনপ্রিয় সব শিল্পীরা। এদিকে ২০ জুলাই ছিল চেস্টার বেনিংটনের বন্ধু সাউন্ড গার্ডেন ব্যান্ডের গায়ক ক্রিস কর্নেলের জন্মবার্ষিকী। চলতি বছরের ১৭ই মে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে অনুষ্ঠিত একটি কনসার্টের পর তিনি আত্মহত্যা করেন। এরপর তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি খোলা চিঠিতে বেনিংটন লিখেছিলেন, এখনও তোমার জন্য কাঁদছি। তোমার ও তোমার পরিবারের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করতে পেরে আমি ধন্য। তুমি আমাকে এইভাবে অনুপ্রাণিত করেছো যা তুমি কখনও জানবে না। এই পৃথিবীতে তোমাকে ছাড়া ভাবতেই পারি না আমি! চেস্টার বেনিংটনের বয়স হয়েছিল ৪১ বছর। ব্যক্তিজীবনে দু’বার বিয়ে করেছেন তিনি। তার রেখে যাওয়া পরিবারে আছে স্ত্রী টালিন্ডা অ্যান বেন্টলি ও ছয় সন্তান।