নিউজ ডেস্কঃ চলচ্চিত্রের ব্রিটিশ কিংবদন্তী চার্লি চ্যাপলিনের জীবন ও কাজের উপর একটি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। আজ সুইজারল্যান্ডে লেক জেনেভার তীরে চার্লি চ্যাপলিনের নিজের বাড়িতে 'চ্যাপলিনের বিশ্ব' নামে এ জাদুঘরটির যাত্রা শুরু হয়।
বিশাল ওই বাড়িতে স্ত্রী ঊনা এবং তাদের আট সন্তানকে নিয়ে বাস করতেন নির্বাক চলচ্চিত্রের এই তারকা। বাড়িটিতে জীবনের শেষ ২৫ বছর কাটিয়েছেন তিনি। এখন থেকে দর্শনার্থীরা এই বাড়ি ঘুরে দেখতে পারবেন।
'চ্যাপলিনের বিশ্ব' জাদুঘরে চার্লি অভিনীত চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ রাখা আছে। এরমধ্যে রয়েছে চার্লি চ্যাপলিনের খেরোখাতা যেখানে তিনি মুভির একটি দৃশ্যের বিস্তারিত বিবরণ স্কেচের মাধ্যমে লিখে রাখতেন। আরও আছে তার বিখ্যাত টুপি এবং হাতের ছড়ি।
কমিউনিস্টদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে ষাট বছর বয়সে চার্লি চ্যাপলিন রাজনৈতিক হয়রানির ভয়ে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে সুইজারল্যান্ডে চলে যান