News71.com
 Entertaintment
 03 Aug 17, 10:15 AM
 824           
 0
 03 Aug 17, 10:15 AM

পরিচালক সমিতি থেকে অব্যাহতি নিচ্ছেন জনপ্রিয় চলচিত্র নির্মাতা কাজী হায়াত।।  

পরিচালক সমিতি থেকে অব্যাহতি নিচ্ছেন জনপ্রিয় চলচিত্র নির্মাতা কাজী হায়াত।।   

বিনোদন ডেস্কঃ নির্মাতা কাজী হায়াৎ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার নিজে এফডিসিতে লিখিতভাবে সদস্যপদ প্রত্যাহার করে নেয়ার আবেদন করেন। তার আবেদনটি গ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন। পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিব বরাবর লিখিত আবেদনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা কাজী হায়াৎ উল্লেখ করেন,তিনি দীর্ঘদিন ছবি করছেন না। নতুন করে ছবি নির্মাণের ইচ্ছাও ছিল না।

প্রিয় একজন প্রযোজকের চাপে তিনি একটি নতুন ছবি বানাতে চাইছিলেন। পরিচালক সমিতির নিয়ম অনুযায়ী নতুন ছবির নাম নিবন্ধনের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু সমিতি তার ছবির নাম নিবন্ধনের ব্যাপারে টালবাহানা করেছে। এ বিষয়টি তাকে লজ্জিত ও ব্যথিত করেছে। বাধ্য হয়ে তিনি এ সমিতি থেকে সরে দাঁড়ালেন। এ প্রসঙ্গে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন,আমরা তার আবেদন পেয়েছি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। তিনি যে অভিযোগ এনে নিজেকে সরিয়ে নিচ্ছেন সেটি খতিয়ে দেখা হবে কেননা তিনি একজন সিনিয়র পরিচালক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন