বিনোদন ডেস্কঃ পরি’ ছবির শ্যুটিং নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে অভিনেত্রী আনুশকা শর্মা তবে,এবার এই ছবির শ্যুটিং করতে গিয়ে প্রাণ হারালেন সেটের এক কর্মী। সাহেব আলম নামের ওই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানা গেছে৷জানা যায়, গত রবিবার ‘পরি’ ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় আসেন আনুশকা শর্মা। গতকাল মঙ্গলবার ভোজেরহাটের কোড়লবেড়িয়ায় ছবির শ্যুটিং চলছিল। সেই সময় আচমকাই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাহেব।
এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ৩০বছর বয়সী ওই লাইটম্যান মুম্বাইয়ে থাকতেন বলে জানা গেছে। পরি'ছবিটির প্রযোজক অভিনেত্রী আনুশকা শর্মা নিজেই। একটি দৃশ্য শ্যুট করার সময় আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে৷ সূত্রের খবর,গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিয়ে এ ঘটনা ঘটে৷ এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। যদিও সেই সময় তিনি শ্যুটিং সেটে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।