News71.com
 Entertaintment
 22 Apr 16, 02:39 AM
 2014           
 0
 22 Apr 16, 02:39 AM

চির নিদ্রায় পপ সুপারস্টার প্রিন্স ।।

চির নিদ্রায় পপ সুপারস্টার প্রিন্স ।।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার, গীতিকার ও সংগীতজ্ঞ প্রিন্স মারা গেছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মিনেসোটার পেইসলি পার্কে এই শিল্পীর স্টুডিও কমপ্লেক্সের একটি  লিফটে সংগীত শিল্পীকে মৃত অবস্থায় পাওয়া যায় এমনটাই জানিয়েছে বিবিসি।

ঠিক কীভাবে ৫৭ বছর বয়সী প্রিন্সের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তবে বেশ কিছুদিন ধরে তার অসুস্থতার গুঞ্জন চলছিল। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ১৯৫৮ সালে জন্ম নেওয়া প্রিন্স তার গাওয়া প্রায় সব গান নিজেই লিখেছেন।

প্রিন্সের মুখপাত্র বলেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং নিশ্চিত করছি যে কিংবদন্তী সংগীত শিল্পী প্রিন্স রজার নেলসন আর নেই।’তার মৃত্যুর খবরে শত শত ভক্ত ও মানুষ তার বাড়ির সামনে জড়ো হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্ব একজন সৃজনশীল আইকনকে হারালো।

প্রিন্সের নাম ছড়িয়ে পড়তে শুরু করে গত শতকের আশির দশকে। তার অ্যালবাম ১৯৯৯, পারপল রেইন, ও দ্য টাইম তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। মঞ্চে তার পরিবেশনা শ্রোতাদের মধ্যে যেন বিদ্যুৎ সঞ্চার করতো।

৩৫ বছরের সংগীতজীবনে রক, ফাংক, জ্যজের জগতে প্রিন্সের উদ্ভাবনী বিচরণ ভক্ত-শ্রোতাদের দিয়েছে ৩৯টি অ্যালবাম। সাতটি গ্র্যামিজয়ী এই শিল্পীর রেকর্ড বিক্রি হয়েছে দশ কোটির বেশি।

১৯৮৪ সালে ‘পার্পল রেইন’ ছবির গানের জন্য অস্কার এবং ২০০৭ সালে ‘হ্যাপি ফিট’ এর ‘সং অব দ্য হার্ট’ গানটির জন্য গোল্ডেন গ্লোব পেয়েছেন প্রিন্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন