News71.com
 Entertaintment
 22 May 18, 04:47 PM
 1029           
 0
 22 May 18, 04:47 PM

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ


বিনোদন ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। আজ মঙ্গলবার বিকেল ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহসান হাবিব নাসিম বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না। তাঁকে আইসিউতে নেওয়া হয়। কিন্তু বিকেলটা ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

তাজিনের মা দিলারা জলি। ক্যারিয়ারের শুরুতে মায়ের হাত ধরেই অভিনয়জগতে প্রবেশ করেন তাজিন। নাট্যজন নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে আরণ্যক নাট্যদলে যোগ দিয়ে এখনো আরণ্যক-এর সঙ্গে যুক্ত আছেন। টিভিনাটকে অভিনয় করে পরবর্তীসময়ে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন। লেখালেখিও করেন তিনি। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন