News71.com
 Entertaintment
 28 May 16, 02:28 PM
 916           
 0
 28 May 16, 02:28 PM

টাইমস সেলেবেক্সের শীর্ষে বলিউডের নতুন প্রজন্মের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-শাহরুখ খান

টাইমস সেলেবেক্সের শীর্ষে বলিউডের নতুন প্রজন্মের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-শাহরুখ খান

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের জন্য বিষয়টি একেবারে নতুন কিছু না হলেও এবারের টাইমস সেলেবেক্স তালিকা শীর্ষে প্রথমবারের মতো নিজের জায়গা করে নিয়েছেন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

শাহরুখ খান তাঁর ‘ফ্যান’ ও ‘রাইস’ ছবির পাশাপাশি দুটি নতুন পণ্যের ব্র্যান্ড এনডোর্সমেন্টের কারণে এপ্রিল জুড়েই গণমাধ্যমে আলোচনায় ছিলেন। আর এ কারণেই এ বছরের এপ্রিলের টাইমস সেলেবেক্স শীর্ষে শাহরুখ ফিরে এসেছেন।

এদিকে শ্রদ্ধা কাপুর তাঁর ‘বাঘি’ ছবিটির কল্যাণে গণমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন। এ ছাড়া শ্রদ্ধা তাঁর ঝুলিতে ভরেছেন চারটি পণ্যের ব্র্যান্ড এনডোর্সমেন্ট। পাশাপাশি ‘রক অন ২’ ছবির কল্যাণেও মাসজুড়েই গণমাধ্যমে আলোচনায় ছিলেন এই উদীয়মান তারকা অভিনেত্রী।

এ ছাড়া অভিনেত্রী সানি লিওন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবির সুবাদে ১৮তম অবস্থান থেকে এগিয়ে এসেছেন চতুর্থ অবস্থানে। আর নার্গিস ফাখরি ইমরান হাশমির সঙ্গে ‘আজহার’ ছবিতে অভিনয়ের সুবাদে পাঁচ ধাপ এগিয়ে ২০তম অবস্থান থেকে দখল করেছেন ১৫তম স্থান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন