নিউজ ডেস্ক: প্রায় এক বছর হলিউড অভিনেতা টেলর কিনে বাগদানের আংটি পরিয়েছিলেন মার্কিন গায়িকা লেডি গাগার অনামিকায়। গত বছর ভালোবাসা দিবসে গাগার সঙ্গে এই ‘শিকাগো ফায়ার’ অভিনেতার বাগদান হয়। এরপর থেকেই বিয়ের পরিকল্পনা করছেন দুজনে। কিন্তু গাগার যেন তাতে সায় নেই!
গাগা এখনো বিয়ে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। টেলরেরও যেন আর তর সইছে না, বিয়ের জন্য গাগাকে তাড়া দিয়েই যাচ্ছেন।
গাগার এমন আচরণে নাকি প্রচণ্ড হতাশ টেলর। বিয়ের সব পরিকল্পনা তিনি করছেন, কিন্তু গাগার মনোযোগ হিনতায় বিয়ের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এমনকি কোথায় তাঁদের বিয়ে হবে সেটাও ঠিক হয় নি । হতাশ টেলর নাকি শেষমেশ গাগাকে বলেই দিয়েছেন, ‘বিয়ে করলে এখনই সময়, নইলে কখনো নয়!’