বিনোদন ডেস্ক: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে বরাবরই চমক রাখার চেষ্টা করেন নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদুল ফিতরের ইত্যাদিতে সেরকম এক চমক হিসেবে থাকছে যন্ত্রসংগীতের সঙ্গে এদেশের জনপ্রিয় চার তারকার নাচ। এই তারকারা হলেন অপি করিম-নোবেল ওপূর্ণিমা-ফেরদৌস।
গতকাল রোববার সন্ধ্যার পর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে দৃশ্যধারণ করা হয় ‘ইত্যাদি’র। গভীর রাত পর্যন্ত চলে দৃশ্যধারণ। আজ সকালে ফেরদৌস বললেন, ‘ইত্যাদির আয়োজনটা সব সময়ই বেশ বড় হয়। কয়েক বছর পর আবার কাজ করতে গিয়ে সেটা আবারো নজরে আসল । আমাদের সঙ্গে ওই নাচটিতে প্রায় চল্লিশজন নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। ফিউশনধর্মী চমৎকার একটি ইন্সট্রুমেন্টাল মিউজিকের সঙ্গে এই নাচে উৎসব আর আনন্দের ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে।’
আয়োজনের বাইরে ব্যক্তি-হানিফ সংকেতেরও প্রশংসা করেন ফেরদৌস। বলেন, ‘অভিনয় জীবনে আমি অনেক বড় অনুষ্ঠান করেছি। আমার কাছে মনে হয়েছে, ইত্যাদিতে কোনো শিল্পীর উপস্থিতি খুব অল্প সময়ের হলেও সেটার উপস্থাপনার মাত্রা হয় অসাধারণ। যেকোনো শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে চাইলে ওই অল্প সময়েই দেওয়া যায়। তাই তাঁর সঙ্গে কাজ করতে একটু বেশিই সাচ্ছন্দবোধ করি।’