News71.com
 Entertaintment
 30 Sep 19, 11:57 AM
 800           
 0
 30 Sep 19, 11:57 AM

প্যারিস ফ্যাশন উইকে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন॥  

প্যারিস ফ্যাশন উইকে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন॥   

বিনোদন ডেস্কঃ ঐশ্বরিয়া রাই বচ্চনের সারা শরীরে বেগুনি জমিনে লাল লাল ফুল। লম্বা গাউনটির বিশেষ বৈশিষ্ট্য এর কাটিংয়ে। পেছনে লম্বা লেজ। সামনে একটু ছোট করে কাটা। পুরোটাই কুচি কুচি ঘের। গলাবদ্ধ। হাতে, কানে, গলায় কিছু নেই। কেবল ডান হাতের অনামিকায় আর বাঁ হাতের মধ্যমায় দুটি আংটি। কালো, বেগুনি আর গোলাপির মিশেলে স্মোকি আই। আর ফুলের রঙের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিক। পোশাকের সঙ্গে মিলিয়ে পায়ে যে জুতা পরেছেন, সেটির আরেক জোড়া খুঁজে পাওয়া দুষ্কর। ব্যস, এটুকুতেই তাঁকে দেখাচ্ছিল সম্পূর্ণ।

টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে পা রাখার সঙ্গে সঙ্গেই গণমাধ্যম অপেক্ষায় ছিল এই ছবির। প্যারিস ফ্যাশন উইকে কেমন দেখাল বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে। রেড কার্পেটে ঐশ্বরিয়া কখনো নিরাশ করেন না। এমনকি ঘোর শত্রুর মুখেও তাঁর ফ্যাশনবন্দনা ঝরে পড়ে। ফ্যাশনদিস্তা হিসেবে বরাবরই ভালো নম্বর পেয়ে আসছেন তিনি। আর এবার প্যারিস ফ্যাশন উইকেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন