News71.com
 Entertaintment
 31 May 16, 08:31 PM
 906           
 0
 31 May 16, 08:31 PM

সুরকার এ আর রহমানের সর্বোচ্চ সাংস্কৃতিক পুরস্কার লাভ

সুরকার এ আর রহমানের সর্বোচ্চ সাংস্কৃতিক পুরস্কার লাভ

বিনোদন ডেস্ক: প্রখ্যাত সুরকার এ আর রহমানের মুকুটে যুক্ত হলো নয়া পালক। ভারতীয় এই শিল্পী পেলেন জাপানের সর্বোচ্চ সাংস্কৃতিক পুরস্কার। সংগীতের মাধ্যমে এশিয় সংস্কৃতিতে অনন্য অবদান রাখার জন্য রহমানকে ২০১৬ সালের ফুকোওকা গ্র্যান্ড পুরস্কারে ভূষিত করা হল।

এই পুরস্কার প্রদান করে জাপানের ফুকোওকা শহর। ১৯৯০ সাল থেকে এই পুরস্কারের প্রচলন হয়েছে। এশিয়া সংস্কৃতিকে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি কেটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এই তিনটি পুরস্কার হল গ্র্যান্ড প্রাইজ, অ্যাকাডেমিক প্রাইজ এবং আর্টস অ্যান্ড কালচার প্রাইজ। গত বছর ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফুকোওকা পুরস্কার দেওয়া হয়েছিল।

এ বছর রহমান ছাড়াও ফিলিপিন্সের ইতিহাসবিদ আমেথ আর ওক্যাম্পো (অ্যাকাডেমিক প্রাইজ) এবং পাকিস্তানের ইয়াসমিন লারিকে (আর্টস অ্যান্ড কালচার প্রাইজ) এই সম্মানে ভূষিত করা হয়েছে।

মণি রত্নমের তামিল সিনেমা ‘রোজা’-য় সঙ্গীত পরিচালনার মাধ্যমে কেরিয়ার শুরু রহমানের। রাম গোপাল ভার্মার ‘রঙ্গীলা’ সিনেমার মাধ্যমে বলিউডে উত্থান ঘটে এই সঙ্গীত পরিচালকের। এরপর ‘বম্বে’, ‘তাল’, ‘লগান’ ‘দিল সে’, ‘রঙ্গ দে বাসন্তী’,’দিল্লি ৬’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’ এবং ‘তামাশা’-র মতো সিনেমায় তার সুরমূর্চ্ছনা মুগ্ধ করেছে সঙ্গীতপ্রেমীদের।

ব্রিটিশ পরিচালক ড্যানি বোয়েলের ‘স্ল্যামডগ মিলিওনিয়ার’ সিনেমায় ‘জয় হো’ গানের সুরের জন্য রহমান অস্কার পুরস্কার পেয়েছেন।

রহমান ও রামচন্দ্র গুহ ছাড়াও কিংবদন্তী সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, ইতিহাসবিদ রোমিলা থাপার, নৃত্যশিল্পী পদ্মা সুহ্মমন্যম এবং সরোদ শিল্পী আমজাদ আলি খান জাপানের এই পুরস্কার পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন