বিনোদন ডেস্ক: ‘বাজিরাও মাস্তানি’র দুর্দান্ত সাফল্য। পর্দায় কেবল নয়, পর্দার বাইরেও রণবীর সিং-দীপিকা পাড়ুকোন জুটির রসায়ন রীতিমতো জমিয়ে দেওয়ার মত । তবে সবই গত বছরের কথা। এ বছরের শুরু থেকেই যেন একটু ভিন্ন দৃশ্যপট। দীপিকা-রণবীরকে একসঙ্গে আর দেখাই যাচ্ছে না। বলিউডে তো এরই মধ্যে গুঞ্জন, রণবীরকে এড়িয়ে চলছেন দীপিকা।
দুজনেই বেশ ব্যস্ত, তবে দুই মুলুকে। বলিউড পেরিয়ে হলিউডে বেশ লম্বা সময় কাজকর্ম নিয়ে পড়ে থাকছেন দীপিকা । সেই কাজ শেষ হতে না-হতেই আবার বুদাপেস্ট, দীনেশ বিজনের ‘রাবতা’ ছবির একটি গানে অংশ নেওয়ার জন্য। রণবীরের সঙ্গে এক ক্যামেরায় আবার যে কবে ধরা পড়বেন, তা মেলানোটা কঠিনই হয়ে পড়েছে ।
এদিকে, কিছুদিন একলা কাটানোর পর কর্মব্যস্ততার যেন আওয়াজ তুলেছেন রণবীর সিং। ‘বেফিকর’ ছবিতে বাণী কাপুরের সঙ্গে ঝড় তোলা রোমান্স, পোস্টারেই চুম্বন, একের পর এক বিজ্ঞাপন; তিনিও যেন দেখাচ্ছেন—ব্যস্ততা তাঁরও কম নয়। আপাতত ‘বেফিকর’-এর শুটিং নিয়েই ব্যস্ত আছেন তিনি।
এর মধ্যে খবর, রণবীরকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য নাকি প্যারিস গিয়েছিলেন দীপিকা। তবে সান্তাবান্তার উল্লেখ করা সূত্র বলছে ভিন্ন কথা, ‘দীপিকা এখন হাঙ্গেরি । সে যে রণবীরের সঙ্গে দেখা করার জন্য প্যারিস গেছে, এ খবরের কোনো ভিত্তিই নেই। হলিউডের কাজ শেষ করেই বুদাপেস্ট গেছেন দীপিকা, সে এখন খুবই ব্যস্ত।’