News71.com
 Entertaintment
 10 Feb 20, 01:11 PM
 712           
 0
 10 Feb 20, 01:11 PM

ভালোবাসা দিবসে দলছুট ও ন্যান্সি মাতাবেন রেডিসন॥

ভালোবাসা দিবসে দলছুট ও ন্যান্সি মাতাবেন রেডিসন॥

বিনোদন ডেস্কঃ বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘মোমেন্টস অব লাভ’ শীর্ষক সঙ্গীতসন্ধ্যায় আসছেন ব্যান্ড দলছুট ও নাজমুন মুনিরা ন্যান্সি। ডিনারসহ এ সঙ্গীতায়োজনের সিঙ্গেল টিকিট সব মিলে ৩ হাজার ৫৫৫ টাকা এবং কাপল টিকিট ৬ হাজার ৫৫৫ টাকায়। এ বিশেষ দিনকে কেন্দ্র করে রেডিসন ব্লু চট্টগ্রামে থাকছে হরেক রকম আয়োজন। ১৩-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দম্পতিদের জন্য একটি বিশেষ ডিলাক্স রুম প্যাকেজ থাকছে মাত্র ১৪ হাজার ৫০০ টাকায়। সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট, ডিনার, হেলথ ক্লাব ব্যবহারের সুযোগ থাকছে সম্পূর্ণ ফ্রি, স্পা ব্যাবহারে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং লেট চেক আউটের সুবিধা। ২৪ হাজার টাকায় একটি জুনিয়র সুইট রুম প্যাকেজের সঙ্গে থাকছে ফ্রি ব্যুফে ব্রেকফাস্ট, দম্পতিদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার, স্পা ব্যবহারে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং লেট চেক আউটের সুবিধা। বিস্তারিত ফোনে (+৮৮০১৭৭৭৭০১২২২) জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন