বিনোদন ডেস্ক: এই ব্রহ্মাণ্ডে আমরাই একা নই। তারাও আছে।' ১৯৯৬ সালের হলিউড ব্লকবাস্টার 'ইন্ডিপেনডেন্স ডে' ছবির শুরুতে এই কথাটি ব্যবহার করা হয়েছিল। ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে যেমন তামাম দুনিয়ায় গবেষণা চলছে, তেমনই কল্পবিজ্ঞানের বইয়েও বারবার উঠে এসেছে ভিনগ্রহীদের কথা। এলিয়েন নিয়ে তৈরি ছবিগুলির মধ্যে 'ইন্ডিপেনডেন্স ডে' অন্যতম। এবার আসছে ১৯৯৬ সালের সেই হিট ছবি 'ইন্ডিপেনডেন্স ডে'-র সিক্যুয়েল 'নিউ ইন্ডিপেনডেন্স ডে : রিসার্জেন্স'।
ছবির ট্রেলারেই সেটা বুঝা যায়, কল্পবিজ্ঞানের উপর তৈরি ছবির তালিকায় নতুন বিপ্লব আনতে চলেছে 'নিউ ইন্ডিপেনডেন্স ডে : রিসার্জেন্স'। ভিনগ্রহীদের পৃথিবী আক্রমণ ও তাদের হারিয়ে পৃথিবীবাসীর স্বাধীনতা লাভই ছিল 'ইন্ডিপেনডেন্স ডে'-র চিত্রনাট্যের মূল বিষয়। এবারের মূল আকর্ষণ হল, এলিয়েন ক্যুইন। এই রানির নেতৃত্বেই পৃথিবী আক্রমণ করবে ভিনগ্রহীরা। প্রবল পরাক্রমশালী ওই ভিনগ্রহীদের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে আরও একটি স্বাধীনতা সংগ্রাম করবে মানুষ। এই যুদ্ধে জয়ই আসল স্বাধীনতা। আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে 'নিউ ইন্ডিপেনডেন্স ডে : রিসার্জেন্স'।