বিনোদন ডেস্কঃ মাহেন্দ্র সিং ধোনী ও শচীন টেন্ডুলকারের পর বায়োপিক নির্মান হতে যাচ্ছে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর। চলচিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের খ্যাতনামা চলচিত্র প্রযোজক করণ জোহর।ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া সম্প্রতি এমনটাই খবর প্রকাশ করেছে। প্রায় দুই বছর ধরে 'প্রিন্স অব কলকাতা' জিবনী নিয়ে চলচিত্র নির্মানের উদ্যোগ নিচ্ছিলো করণ জোহর। অবশেষে অনুমতি মিলল সৌরভের। দাদার জিবনের ওঠা-নামা, বিতর্ক ও কামব্যাক সবকিছুই থাকছে বায়য়োপিকে, এমনটাই ইঙ্গিত মিলেছে। তবে বায়োপিকের মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।