বিনোদন ডেস্ক: বাংলা ছবির দর্শক তাঁকে দেখেছে ২০১৩ সালেই। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত কমেডি ফিল্ম ‘ডামাডোল’-এর কথা মনে আছে! ওই ছবিতে একটি আইটেম গানে বেশ নজর কেড়েছিলেন ইনি। নাম নীহারিকা রাইজাদা। এর পর আবার তাঁকে দেখা যায় নীরজ ঘেওয়ান পরিচালিত ‘মশান’ ছবিতে। তবে পার্শ্ব চরিত্রে। আর এবার তিনি একেবারে মুখ্য ভূমিকায় তাঁর পরবর্তী ছবি ‘ওয়ারিওর সাবিত্রি’তে। ইতিমধ্যে ছবিটির ট্রেলারেই রীতিমতো অ্যাকশন আর রোম্যান্টিক দৃশ্যে যিনি সবার নজর কেড়েছেন । এক নজরে দেখে নেওয়া যাক নীহারিকা সম্পর্কে কয়েকটি কথা যা আপনাকে চমকে দিতে পারে।
* বিখ্যাত সঙ্গীত পরিচালক ওপি নায়ারের নাতনি নীহারিকা রাইজাদা।
* নীহারিকার জন্ম লুক্সেমবার্গ-এ। তাঁর মাতৃভাষা ফরাসি। লন্ডনে মেডিসিন নিয়ে পড়াশোনা করেন তিনি।
* জানেন নীহারিকা পেশায় একজন কার্ডিওলজিস্ট! আমেরিকার বাল্টিমোরের জনস্ হপকিন্স হাসপাতাল থেকে কার্ডিওলজি নিয়ে তিনি স্পেশালাইজেসন করেন।
* অল্প কিছুদিনের জন্য কাজের সূত্রে তিনি লন্ডনের বিনোদন দুনিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন।
* ২০১৩ সালে বাংলা কমেডি ছবি ‘ডামাডোল’-এ ‘আইটেম গার্ল’ হিসেবে ফিল্ম দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে নীহারিকার।
* ২০১৫-র একাধিক পুরস্কার প্রাপ্ত ছবি ‘মশান’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেন তিনি।
* উল্লেখ্য, ২০১০-এ মিস ইন্ডিয়া ইউকে এবং ২০১১-এ মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড-এ রানারআপ হন নীহারিকা।