News71.com
 Entertaintment
 08 Jul 20, 06:37 PM
 771           
 0
 08 Jul 20, 06:37 PM

আত্মহত্যা করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা॥

আত্মহত্যা করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা॥

বিনোদন ডেস্কঃ আবারো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিটে আত্মহত্যার দুঃসংবাদ। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া আত্মহত্যা করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। কর্নাটকের মন্দ্যা জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন তিনি।তবে ঠিক কী কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি । পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে ৷ কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি সালাগা।সুশীলের ইনস্টাগ্রামে উঁকি দিলে বোঝা যায়, জিম ও সাঁতার ছিল তার হবি ৷ নিজেকে ফিট রাখতেই পছন্দ করতেন তিনি। সব সময় পজিটিভ থাকার কথা যিনি বলতেন, তিনি এভাবে নিজের পরিণতি ডেকে নিলেন?এখনো সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটেনি। এখনও ভক্তদের মনে হাজার প্রশ্ন অভিনেতার মৃত্যু নিয়ে। অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশীল গৌড়া। তার সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন