News71.com
 Entertaintment
 13 Jun 16, 09:20 PM
 1699           
 0
 13 Jun 16, 09:20 PM

মুসাফির- ২ ছবির জন্য ডায়েট করতে গিয়ে অভিনেত্রী মারজান জেনিফা হাসপাতালে

মুসাফির- ২ ছবির জন্য ডায়েট করতে গিয়ে অভিনেত্রী মারজান জেনিফা হাসপাতালে

বিনোদন ডেস্ক: নতুন ছবির জন্য ওজন কমাতে হবে ১০ কেজি। সেই চেষ্টাই করেছিলেন অভিনয়শিল্পী মারজান জেনিফা। কিন্তু হিতে বিপরীত হলো। হঠাৎ করেই গতকাল মাথা ঘুরে পড়ে যান বাসায়। তারপর সোজা হাসপাতাল। অবশ্য জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ।

কথা হতেই জানালেন, সম্ভবত অতিরিক্ত ডায়েটিংয়ের ফলেই এই দশা। প্রথম ছবি ‘মুসাফির’ মুক্তির পর থেকেই ডায়েটিংয়ে ছিলেন মারজান। একই সঙ্গে চলছিল ব্যায়ামও। এ কারণেই এমনটা হয়ে থাকতে পারে বলে জানালেন তিনি। বললেন, ‘আমার প্রথম ছবি “মুসাফির” মুক্তির পরই চুক্তিবদ্ধ হই ওই ছবির সিক্যুয়েল “মুসাফির ২”-এর জন্য। আমাকে ওজন কমাতে বলা হয়। তখন নিজে নিজেই ডায়েট শুরু করি। ভাত বাদ দিয়ে শুধু ফলমূল আর সবজি খেয়েই চলছিল এত দিন। কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না।'

ডায়েটিংয়ের ফলে হাসপাতাল পর্যন্ত গেলে কী হবে, এরই মধ্যে পাঁচ কেজি ওজন কমিয়েছেন মারজান। জানালেন, আর মাস দুয়েক পরেই শুরু হবে ‘মুসাফির ২’-এর শুটিং। চেষ্টা করবেন এরই মধ্যে বাকি ওজন কমিয়ে ফেলার। গত এপ্রিলে মুক্তি পেয়েছিল আশিকুর রহমান পরিচালিত মারজান জেনিফার প্রথম ছবি ‘মুসাফির’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন