News71.com
 Entertaintment
 13 Jun 16, 10:33 PM
 1022           
 0
 13 Jun 16, 10:33 PM

৩৬ কোটি টাকার খরচে বলিউডে তৈরি হচ্ছে বাহুবলী - ২ সিনেমা

৩৬ কোটি টাকার খরচে বলিউডে তৈরি হচ্ছে বাহুবলী - ২ সিনেমা

বিনোদন ডেস্ক: শুটিং চলছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি বাহুবলীর দ্বিতীয় পার্টের। ছবির শেষ দৃশ্যের শুটিং করতে খরচ পড়ছে প্রায় ৩০ কোটি রুপি বা প্রায় ৩৬ কোটি বাংলাদেশি টাকা।


ছবির দ্বিতীয় পার্টেও অভিনয় করছেন প্রভাস, তমান্না ভাটিয়া, রানা দাগ্গুবাতি। পরের বছর ১৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা।


এই মুহূর্তে ছবির শেষ দৃশ্যের শুটিং চলছে ভারতে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। শুটিং শুরু হয়েছে আজ থেকে। টানা ১০ সপ্তাহ ধরে চলবে এই শুটিং। শেষ দৃশ্যটি ফুটিয়ে তুলতে থাকছেন হলিউডের নামজাদা স্টান্ট ডিরেক্টররা। থাকছেন জাতীয় পুরস্কার জয়ী আর্ট ডিরেক্টর সাবু সাইরিল, হলিউডের অ্যাকশন ডিরেক্টর লি হুইটেকারের মতো অনেকেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন