News71.com
 Entertaintment
 15 Jun 16, 01:08 AM
 2107           
 0
 15 Jun 16, 01:08 AM

পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেবের বিপরীতে অভিনয় করবেন সোহানা সাবা

পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেবের বিপরীতে অভিনয় করবেন সোহানা সাবা

বিনোদন ডেস্ক: ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল মুভিজ ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস ব্যানারে অভিনয় করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। ছবির নাম ‘চোখের জল।’ খবরটা ছিল সপ্তাহখানেক আগের। এবার এই খবরে নতুন চমক হিসেবে যুক্ত হলো সোহানা সাবার নাম।


স্থানীয় প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ জানায়, ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত হয়ে গেছে। দেব ও সাবা প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হবেন। রোমান্টিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে ছবিটি। এর শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে।


ঢাকা, কলকাতাসহ এশিয়া ও ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবির চিত্রায়ন হবে এবং বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কয়টি দেশে ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিটি কলকাতার পক্ষ থেকে নির্মাণ করবেন বাসুদেব। এ দেশের নির্মাতাসহ অন্য শিল্পীদের নাম শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন