বিনোদন ডেস্ক: তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তবে এবারের ঈদে গান দিয়ে নয়, নতুন ভূমিকায় আসছেন দর্শক-শ্রোতার সামনে। এবারের ঈদে কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
এস এ হক অলিক পরিচালিত ঈদের বিশেষ টেলিছবি ‘ফিরে যাওয়া হলো না’-তে অভিনয় করছেন হৃদয়, তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। হৃদয়কে নিয়ে অলিক বলেন, ‘হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক আগে থেকেই। সে আমার ছবির কয়েকটি গান করেছে, আবার তাঁর অ্যালবামের জন্য আমি গান লিখেছি। আমাদের নিয়মিত আড্ডা হতো।
এ বিষয়ে হৃদয় খান বলেন, ‘অলিক ভাইয়ের সঙ্গে আমার কাজের সম্পর্কটা অনেক আগে থেকেই। তিনি আমাকে অভিনয়ের বিষয়ে উৎসাহ দিতেন। অভিনয় নিয়ে আমি কখনো সিরিয়াস ছিলাম না, কারণ আমি গান ভালোবাসি। এখন যখন অভিনয়ের অফার পেলাম, তখন ভাবলাম ঈদের বিশেষ কাজ করা যায়।’
নিজের কাজের বিষয়ে হৃদয় বললেন, ‘এরই মধ্যে পরিচালকরা বলছেন যে আমার কাজ ভালো হচ্ছে। এই ঈদে তিনটি নাটকে কাজ করছি। এখন অপেক্ষায় আছি দর্শক কীভাবে নেয়, সেটি দেখার জন্য। যদি দর্শক গ্রহণ করে, তবে আমি অভিনয় নিয়ে চিন্তা করব। ’