News71.com
 Entertaintment
 15 Jun 16, 04:42 PM
 1059           
 0
 15 Jun 16, 04:42 PM

জনপ্রিয় মডেল সুজানা জাফর জন্মদিনের উপহারে ভয় পেয়েছেন

জনপ্রিয় মডেল সুজানা জাফর জন্মদিনের উপহারে ভয় পেয়েছেন

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের জন্মদিন আজ ১৫ জুন। তিনি তাঁর জন্মদিনগুলোতে সারপ্রাইজ উপহার পেয়েছেন বহুবার। কিন্তু এবারের সারপ্রাইজে ভয় পেয়েছেন সুজানা জাফর। সুজানা জাফর বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় আমরা প্রিয় পাঁচ বন্ধু আমাকে ফোন করে বলল, বাইরের রেস্টুরেন্টে সেহরি করব। তুমি চলে আসো। আমিও রাজি হলাম।

বাসা থেকে বের হয়ে দরজা খুলতেই দেখি অনেক অনেক গোলাপ ফুল, বেলুনসহ অনেক উপহার। এত উপহার কে রেখেছে, এটা ভেবে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। পরে তো জানতে পারলাম, এটা আমার প্রিয় পাঁচ বন্ধুর কাজ। আমার এই বন্ধুরা সবাই মিডিয়ার বাইরের। যা হোক, উপহার বাসায় রেখে দিয়ে তার পর সবাই মিলে বাইরে সেহরি করেছি। প্রথমে তো ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বেশ খুশি হয়েছি। আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।’

দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন সুজানা জাফর। মূলত মডেলিং, বিজ্ঞাপন ও বিভিন্ন গানের মিউজিক ভিডিওর মডেল হয়ে জনপ্রিয়তা পান তিনি। কয়েক বছর ধরে অভিনয়েও তিনি সরব। মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে জন্মদিন উপলক্ষে আজ বুধবার কোনো শুটিং রাখেননি সুজানা। আজ তেমন কোনো পরিকল্পনাও নেই তাঁর। শুধু অটিস্টিক বাচ্চাদের সন্ধ্যায় ইফতার করাবেন তিনি। এ ছাড়া আগামী ১৭ জুন নিজ হাতে রান্না করে এতিম শিশুদের খাওয়াবেন বলে জানান সুজানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন