News71.com
 Entertaintment
 15 Jun 16, 05:51 PM
 1224           
 0
 15 Jun 16, 05:51 PM

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী মীম বলিউডে কাজ করতে আগ্রহী....

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী মীম বলিউডে কাজ করতে আগ্রহী....

বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দুই বাংলার রুপালী পর্দা সমানভাবে মাতিয়ে চলছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। সেই মীম নাকি এবার ঈদে কোন নাটকের কাজ করছেন না! জানা গেছে ঈদ উপলক্ষে বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। আর তার মূল ব্যাস্ততা টালিউড নিয়ে।

বাতাসে ভেসে বেড়াচ্ছে কদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউড. টালিউডের পর এবার নাকি বলিউডেও নাম লেখাতে যাচ্ছেন মীম! উত্তরটা রহস্য রেখেই দিলেন মীম। বললেন "সুযোগ পেলে অবশ্যই কাজ করব।"

উজ্জ্বল উচ্ছ্বল এই অভিনেত্রী একদিকে যেমন জিতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতোন মর্যাদার পুরস্কার, অন্যদিকে লাস্যময়ী হাসিতে, স্নিগ্ধ অভিনয়ে জয় করে চলেছেন হাজারো ভক্তের হৃদয়। সামনের দিনগুলিতে আগের কাজগুলোর প্রেরণায় করতে চান আরো ভালো কাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন