News71.com
 Entertaintment
 16 Jun 16, 12:57 PM
 1152           
 0
 16 Jun 16, 12:57 PM

সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে বাংলাদেশি শিল্পীর উপহার।।

সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে বাংলাদেশি শিল্পীর উপহার।।

বিনোদন ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে নিজের আঁকা চিত্রকর্ম তুলে দিয়েছেন বাংলাদেশি চিত্রশিল্পী গুলশান হোসেন। সম্প্রতি মুম্বাইয়ের পেডার রোডের প্রভুকুঞ্জে লতা মঙ্গেশকরের বাসায় গিয়ে এই চিত্রকর্ম তুলে দেন তিনি। প্রিয় শিল্পীকে নিজের আঁকা চিত্রকর্ম উপহার দিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশের এই কৃতি চিত্রশিল্পী।

দেশে ফিরে গুলশান হোসেন জানান, এবারই প্রথম তিনি লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেননি। এর আগে আরও ছয়বার উপমহাদেশের এই কিংবদন্তির সঙ্গে তাঁর দেখা করার সুযোগ হয়েছে। প্রতিবারই তাঁর জন্য উপহার নিয়ে গেছেন তিনি। এর মধ্যে চারবারই তিনি তাঁকে একটি করে চিত্রকর্ম উপহার দিয়েছেন।

গুলশান হোসেন বলেন, ‘আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। উপমহাদেশের জীবন্ত এই কিংবদন্তির বাসায় সাতবার গিয়ে দেখা করার ব্যাপারটি সত্যিই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমি দেখেছি, তাঁর বাসার দেয়ালে আমার আঁকা চারটি চিত্রকর্ম শোভা যাচ্ছে। এটা যে আমার জন্য কী আনন্দের, তা বলে বোঝানো যাবে না!’

গুলশান হোসেন জানান, সম্প্রতি তিনি যে চিত্রকর্মটি উপহার দিয়েছেন, তা নাকি লতা মঙ্গেশকর নিজেই তাঁর কাছ থেকে চেয়ে নিয়েছেন। বললেন, ‘এর আগে ২০০৬ সালে আমাদের তাঁর সঙ্গে বাসায় গিয়ে দেখা করার সুযোগ হয়। তখনই তিনি বিশেষ অনুরোধ করে বলেছিলেন, পরেরবার যাওয়ার সময় আমরা যেন তাঁর জন্য আরেকটি চিত্রকর্ম নিয়ে যাই, যা তিনি পুনেতে তাঁর বাবার নামে তৈরি দিননাথ মঙ্গেশকর হাসপাতালে রাখবেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন