News71.com
 Entertaintment
 05 Dec 20, 10:21 PM
 457           
 0
 05 Dec 20, 10:21 PM

বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মিথিলাকে নিয়ে সুন্দরবনে সৃজিত॥

বিবাহবার্ষিকী সেলিব্রেশনে মিথিলাকে নিয়ে সুন্দরবনে সৃজিত॥

বিনোদন ডেস্কঃ আগামীকাল ৬ ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেশনে সুন্দরবন বেড়াতে যাচ্ছেন আলোচিত দম্পতি সৃজিত-মিথিলা। তাদের সঙ্গে রয়েছেন ছোট্ট আইরাও। কয়েকদিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যান পরিচালক সৃজিত মুখার্জি। সেই ছবি উঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়। এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, 'Days and nights in the forest'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন