বিনোদন ডেস্ক: হৃত্বিক রোশন অভিনীত আশুতোষ গোয়ারিকরের বহু প্রতীক্ষিত ছবি ‘মহেঞ্জোদরো’-র ট্রেলার দর্শকদের আশা পুরণ করতে পারেনি। বরং নানা ব্যঙ্গ কৌতুকে জমে উঠেছে টুইটার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ছবির পরিচালক-সহ নবাগতা অভিনেত্রী পূজা হেগড়েকেও। প্রশ্ন উঠেছে, ছবিটি কি আদৌ যথার্থ ভাবে ইতিহাসকে দেখিয়েছে?
একটি টুইটে বলা হয়েছে, ছবির নায়ক হৃতিক নন। বরং একটি উড়ন্ত কুমির, যার সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে ভারতের প্রথম সুপারহিরোকে।
মহেঞ্জোদরো কথাটির অর্থ ‘মৃতের স্তূপ’। মহেঞ্জোদরো সভ্যতার অধিবাসীরা নিশ্চয়ই আশুতোষের এই ঐতিহাসিক ছবির ট্রেলার দেখে সেই মহেঞ্জোদরোকে খুঁজে পেতেন না।
আশুতোষ এত সময় নিয়ে একটি ছবি তৈরি করেন যে তাঁর ছবির শ্যুটিং শেষ হতে হতে হরপ্পায় ঘোড়াও এসে গিয়েছিল বলে টুইট করেছেন এক জন। ছবিতে নায়িকার পোশাক নিয়েও প্রশ্ন উঠেছে। একটি টুইটে বলা হয়েছে, রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবির একটি গানে ঐশ্বর্য রাই যেমন মাথার মুকুটে পালক লাগিয়েছিলেন, সেই আদলেই ডিজাইন করা হয়েছে অভিনেত্রী পূজা হেগড়ের পোশাক।