News71.com
 Entertaintment
 20 Mar 21, 10:37 PM
 374           
 0
 20 Mar 21, 10:37 PM

গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম॥ পায়েল ‍মুখার্জী

গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম॥ পায়েল ‍মুখার্জী

বিনোদন ডেস্কঃ পরিচালক অনন্য মামুনের আলোচিত সিনেমা ‘মেকআপ’। মুক্তির আগেই নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে এটি। ফিল্ম ইন্ডাস্ট্রির গল্পে নির্মিত সিনেমাটি ‘প্রদর্শন অযোগ্য’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তারপর থেকেই মূলত আলোচনা এটি। ‘মেকআপ’ সিনেমায় সুপারস্টার ‘শাহবাজ খান’ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তার বিপরীতে সুপারস্টার ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পায়েল মুখার্জী। তাদের সঙ্গে ‘মুন্নী’ চরিত্রে অভিনয় করেছেন নবাগতা নিপা আহমেদ রিয়েলি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।

সিনেমাটি প্রসঙ্গে কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জী বলেন, ‘মেকআপ ছবিটা আমাদের জীবনের গল্প। অনেক চরিত্রের সঙ্গে বাস্তবে এর মিল থাকতে পারে, হয়তো আছেও। কিন্তু খুব সঠিকভাবে গ্ল্যামার ইন্ডাস্ট্রিকে এখানে তুলে ধরা হয়েছে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি মানেই সেখানে স্বার্থ, একে অপরকে ল্যাঙ মেরে ওপরে উঠার তাগিদ থাকবে বা থাকবে না। গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম। সেগুলোকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প এগিয়ে গেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন