News71.com
 Entertaintment
 11 Apr 21, 02:59 PM
 41           
 0
 11 Apr 21, 02:59 PM

ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা দক্ষিণী অভিনেত্রীর।।

ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা দক্ষিণী অভিনেত্রীর।।

বিনোদন ডেস্কঃ ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন কন্নড় অভিনেত্রী। মাত্র কয়েক দিন আগেই ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী চৈত্র কতুর তার দাম্পত্য জীবন শুরু করেছেন। কিন্তু স্বামীর সঙ্গে সমস্যার ফলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কর্ণাটকের কোলারে থাকেন চৈত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটার পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি।

চৈত্র কতুর স্বামী নাগার্জুনা পেশায় এক জন ব্যবসায়ী। গণপতি মন্দিরে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের আগে বেশ কয়েক বছর প্রেম করেছেন চৈত্র ও নাগার্জুনা। কিন্তু বিয়ে হতেই জানা যায়, নাগার্জুনা বিয়ে করতে চাননি। তিনি জানান, চাপে পড়ে বিয়ে করতে হয়েছিল তাকে। পুলিশ আরো জানায়, বিয়েতে সম্মতি ছিল না নাগার্জুনার পরিবারের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন