News71.com
 Entertaintment
 14 Apr 21, 08:52 AM
 32           
 0
 14 Apr 21, 08:52 AM

'কোটি টাকার কাবিন' ও ‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়েল করবেন ডিপজল।।

'কোটি টাকার কাবিন' ও ‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়েল করবেন ডিপজল।।

বিনোদন ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন মনোয়ার হোসেন ডিপজল। ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ সিনেমা দুটি প্রযোজনা করেছিলেন তিনি। মুক্তির পর ব্যবসায়িক সফলতা পেয়েছিল সিনেমা দুটি। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন এফ আই মানিক।

এবার এগুলোর সিক্যুয়েল করার সিদ্ধান্ত নিয়েছেন ডিপজল। এরই মধ্যে পরিচালক হিসেবে মনতাজুর রহমান আকবরকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। এ প্রসঙ্গে ডিপজল বলেন, চলচ্চিত্রের দুঃসময়ে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ পুরো ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতেও সিনেমা দুটি ভূমিকা রেখেছিল। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় এর সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমার নির্মিত এসব সিনেমা মুক্তির মাধ্যমে চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে ভূমিকা রাখবে। লকডাউনের পর সিক্যুয়েল দুটির কাজ শুরু হবে। সিনেমা দুটির গল্প লিখেছেন ডিপজল নিজেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন