News71.com
 Entertaintment
 14 Apr 21, 10:11 PM
 22           
 0
 14 Apr 21, 10:11 PM

স্বামীর গান গেয়ে ভাইরাল স্ত্রী শাবানা আজমির।।

স্বামীর গান গেয়ে ভাইরাল স্ত্রী শাবানা আজমির।।

বিনোদন ডেস্কঃ দুর্দান্ত অভিনেত্রী হিসেবে শাবানা আজমির নাম উচ্চারিত হয় সম্মান ও শ্রদ্ধায়। হিন্দিসহ বেশ কিছু ভাষার সিনেমায় তিনি নিজেকে হাজির করেছেন সাবলীল অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে। অভিনয়ের বাইরেও নানা গুণ তার। সেসব খবর ভক্তদের অজানা নয়। তার সংগীত অনুরাগী মনের কথাও সবার জানা। তবে তিনি যে চমৎকার গাইতেও পারেন সেটা হয়তো অনেকেই জানেন না।

সম্প্রতি সুপ্ত এ প্রতিভার বিচ্ছুরণ ছড়ালেন শাবানা। তার স্বামী বলিউডের প্রখ্যাত গীতিকবি জাভেদ আখতারের একটি গান গেয়ে নেটিজেনদের মন ছুঁয়ে দিলেন। ‌‘আভি না যাও চোদকার’ গানটি গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন