News71.com
 Entertaintment
 14 Apr 21, 10:12 PM
 32           
 0
 14 Apr 21, 10:12 PM

নিজের বিয়ের তারিখটি প্রায়ই ভুলে যান শোয়েব মালিক।।

নিজের বিয়ের তারিখটি প্রায়ই ভুলে যান শোয়েব মালিক।।

স্পোর্টস ডেস্কঃ ক্রীড়াজগতে অন্যতম জনপ্রিয় জুটি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব ২০১০ সালের ১২ এপ্রিল ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে নিজের বিয়ের তারিখটি প্রায়ই ভুলে যান শোয়েব। গত ১২ এপ্রিল (সোমবার) ছিল শোয়েব-সানিয়ার ১১তম বিবাহবার্ষিকী। এবারও তিনি ১২ এপ্রিলের পরিবর্তে ১৩ এপ্রিল সানিয়া মির্জাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে মালিক লিখেছেন, 'ওপস! ভুলের কারণে ভুল হয়ে গেল। প্রতিবারের মতো এবারও একদিন পর শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে ভালোবাসি সানিয়া'। শোয়েব ভুলে গেলেও, সানিয়া মোটেও ভোলেননি নিজেদের বিবাহবার্ষিকী। তিনি ১২ তারিখেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন