News71.com
 Entertaintment
 25 Jun 16, 01:12 PM
 1211           
 0
 25 Jun 16, 01:12 PM

বলিউডে জিরো থেকে হিরো হয়েছেন যেসব তারকারা

বলিউডে জিরো থেকে হিরো হয়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক: বলিউডে অনেক নায়ক বাপ-দাদার সূত্রে অভিনয় করতে এসে সিনেমা জগত দাপিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ আবার অনেক কাঠ খড় পুড়িয়ে এই রুপালি জগতে নিজের অবস্থান শক্ত করেছেন।

এই প্রতিবেদনে বলিউডের এমন কয়েকজন তারকার কথা জানা যাবে যাঁরা একসময় খুব ছোট চাকরি করতেন। এখন তাঁদের ধন, দৌলত, খ্যাতি কোন কিছুরই কমতি নেই।

অভিনয় জগতে আসার আগে বাস কন্ডাকটর ছিলেন রজনীকান্ত। ভারতের দক্ষিণী সিনেমার এই সুপারস্টার একসময় ব্যঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে কাজ করতেন। সেসময় কান্নাড়া ভাষার একটি পৌরাণিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে মঞ্চে কাজ শুরু করেন। তারপর অসংখ্য ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন এই তারকা।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর জন্ম ভারতের উত্তর প্রদেশের এক কৃষক পরিবারে। ছিলেন রসায়নবিদ। ভাগ্যের অন্বেষণে একসময় দিল্লিতে পাড়ি জমান। সেখানেই মঞ্চ অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে এই অভিনেতার।

পরে তাঁকে ভারতের জাতীয় নাট্যশালায় দারোয়ানের চাকরি করতে হয়েছিল দেড় বছর। এভাবেই নাট্যশালার সঙ্গে যুক্ত হন তিনি। সেখান থেকে বড় পর্দায় আগমন। তায়কন্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর মার্শাল আর্ট শিখতে ব্যাংকক গিয়েছিলেন ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার। সেখানে থাকতে তিনি একটি রেস্তোরার বাবুর্চি ও বেয়ারা হিসেবে কাজ করতেন। ভারতে ফিরে আসার পরে মার্শাল আর্টের প্রশিক্ষক হিসেবে পেশা শুরু করেন। তাঁর এক ছাত্রই তাঁকে ছোট একটি কোম্পানিতে টুকটাক মডেলিংয়ের সুযোগ করে দিয়েছিলেন।

দেব আনন্দ ভারতীয় সিনেমার এক অসম্ভব জনপ্রিয় নায়ক। নায়ক হওয়ার আগে সেন্সর অফিসে কেরানীর পদে চাকরি করতেন এই তারকা। তখন তাঁর মাসিক বেতন ছিল মোটে ১৬৫ রুপি। ভীষণ স্টাইলিশ এই নায়ক তাঁর সময়ের মেয়ে ভক্তদের মধ্যে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।

বোমান ইরানীর বলিউড যাত্রা একটু বেশি বয়সে হলেও খুব অল্প সময়েই দর্শক মন জয় করতে পেরেছেন এই অভিনেতা। ‘মুন্না ভাই এমবিবিএস’-ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন বোমান। তাঁর আগে মুম্বাইয়ের তাজ মহল প্যালেস হোটেলের বেয়ারা ও রুম সার্ভিসের চাকরি করতেন। নায়ক হিসেবে সফল হতে না পারলেও পার্শ্ব অভিনেতা হিসেবে আরশাদ ওয়ার্সি অনেক আলোচিত হয়েছেন। মূলত ‘মুন্না ভাই’ সিরিজের সার্কিট চরিত্রটি তাঁকে অনেক সফলতা এনে দেয়। কমেডি ঘরানার অনেক ছবিতে দুর্দান্ত অভিনয় করে ঝুলিতে উঠেছে নানা পুরস্কার।

অথচ একসময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রসাধনী বেঁচতেন এই তারকা। এরপর একটি ফটো ল্যাবে চাকরি নিয়েছিলেন। নাচের প্রতি প্রবল ঝোঁক থাকায় মুম্বাইয়ের একটি নাচের দলে যোগ দেন। এভাবেই মিডিয়ায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে টুকটাক কাজ শুরু করেন। বিখ্যাত নির্মাতা মহেশ ভাটের সহকারী হিসেবেও কাজ করেছিলেন আরশাদ। এভাবেই ধীরে ধীরে তাঁর অভিনয়ের দুনিয়ায় আগমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন